Monday , June 5 2023
Breaking News
Home / क्रीडा / কে হচ্ছেন ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’

কে হচ্ছেন ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’

আহসান রাজ, হানিফ, এ রব, জয়তু চৌধুরী, মাহাদী হাসান ফাহিম, হামজা খান চৌধুরী, জুবায়ের খান, রাসেল আহম্মেদ, মেহেদী হাসান এবং সুজন ইসলাম- এদের মধ্য থেকে কে হবেন এবার ‘সজীব গ্রম্নপ মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’? তা জানার জন্য অপেক্ষা করতে হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে (৩) সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে ‘সজীব গ্রুপ মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন মডেল অভিনেতা সানজন, মডেল প্রিন্স এবং ওয়াল মার্ট’র ফ্যাশন ডিজাইনার আব্দুলস্নাহ্‌ আল মামুন। উপস্থাপনায় থাকছেন আরজে সায়েম। প্রতিযোগিতার মুল আয়োজনে প্রধান বিচারকরে দায়িত্ব পালন করবেন বুত্থান মার্শাল আর্টসের জনক, বজ্রপ্রাণ ধ্যান-সাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরী, প্রখ্যাত গেরিলা যোদ্ধা, ওরা ১১ জন চলচ্চিত্র খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু এবং ইন্টারন্যাশনালর্ যাম্প মডেল আসিফ অজিম। ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানান, ‘সারাদেশ থেকে প্রায় ছয় হাজার প্রতিযোগী থেকে বিভিন্ন ধাপে বাছাই শেষে সেরা দশ জন বাছাই করা হয়েছে। বিভিন্ন গ্রোমিং শেষে এখন চলছে তাদের মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার লড়াই। এ প্রতিযোগিতায় ১৮ থেকে ২৫ বছরের অবিবাহিত যুবকরা অংশ নেন।’

এক অস্থির সময় পার করছি আমরা। মানুষ এখন দিন দিন পাথরখন্ডে পরিণত হচ্ছে, বুকের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে ভালোবাসা, শ্রদ্ধা, বিবেক, মমত্ববোধ, আন্তরিকতা, মানবিকতাহীনের নজিরবিহীন রেকর্ড গড়ে উঠছে প্রতিমুহূর্তে, প্রতিদিন। ঘরে-বাইরে সর্বত্রই- নারী ও শিশুরা অনিরাপদ হয়ে উঠছে। বিরূপ প্রভাব পড়ছে সামাজিক জীবনে। প্রতিদিন পত্রিকার পাতা ভরে ভরে খবর আসে মর্মান্তিক মৃতু্যর। টিভি চ্যালেনগুলো লাইভ টেলিকাস্ট করে ঘটনার পরিবেশ প্রতিবেশ জানিয়ে দেয় দর্শকদের। ফেসবুকে ঝড় উঠে নিন্দার। ভাইরাল হয় ভিডিও- তবুও কি থেমে আছে অন্যায় অবিচার আর হত্যাকান্ড?

About Mamun

Check Also

ज्या महानगरपालिकेसमोर भीक मागून खाल्लं तिथंच बनली पारधी समाजाची पहिली नगरसेविका!

पारधी समाज हा आपल्याकडे एक गु न्हेगारी पार्श्वभूमी असलेला समाज म्हणून ओळखला जातो. या समाजात …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *