Sunday , May 28 2023
Breaking News
Home / क्रीडा / তাসকিনের কলকাতা মিশন

তাসকিনের কলকাতা মিশন

এবার কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই সময়ের আলোচিত অভিনেতা তাসকিন রহমান। যায়যায়দিনের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তাসকিন জানান, প্রাথমিকভাবে কলকাতার একটি ছবিতে কাজ করার বিষয় কথাবার্তা চলছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। নতুন এ প্রজেক্টের সঙ্গে চুক্তিবদ্ধ হতে শিগগিরই কলকাতায় যাবেন তিনি।

বর্তমানে তাসকিন রহমান ব্যস্ত ‘শান’ নামের একটি চলচ্চিত্রের কাজ নিয়ে। ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি লোকেশনে চলছে ছবিটির শুটিং। এ বিষয়ে তাসকিন বলেন, ‘বাস্তব ঘটনা অবলম্বনে শান নির্মিত হচ্ছে। যতটুকু সম্ভব দায়িত্ব নিয়ে কাজ করছি।’

জানা গেছে, শানের মূল নায়ক সিয়াম আহমেদ বর্তমানে ব্যস্ত রয়েছেন চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্র নিয়ে। ফলে শানের শুটিং আগাচ্ছে ধীর গতিতে। এদিকে তাসকিন রহমান ব্যবসায় সফল ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ে জনপ্রিয়তা পান। এরপর অভিনেতা তাহসান খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে মুস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন। এ ছাড়া গত বৈশাখে ‘বয় ফ্রেন্ড’ নামের একটি ছবিতে অভিনয় করেন তাসকিন রহমান। বর্তমানে চলচ্চিত্রাঙ্গনের সম্ভাবনাময় তারকাদের একজনও তিনি।

About Mamun

Check Also

ज्या महानगरपालिकेसमोर भीक मागून खाल्लं तिथंच बनली पारधी समाजाची पहिली नगरसेविका!

पारधी समाज हा आपल्याकडे एक गु न्हेगारी पार्श्वभूमी असलेला समाज म्हणून ओळखला जातो. या समाजात …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *