Monday , June 5 2023
Breaking News
Home / राजकारण / বেকারদের জন্য সুখবর, আসছে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বেকারদের জন্য সুখবর, আসছে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। করোনার কারণে স্থগিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তির জট খুলতে শুরু করেছে। শুরু হচ্ছে বিভিন্ন খাতের নিয়োগ পরীক্ষা। আবার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়াও শুরু হয়েছে। রকারি চাকরিজীবী এভাবেই ছয় মাস পর কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে চাকরির বাজার। এতে চাকরিপ্রত্যাশীদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

 

করোনার সময়ে প্রায় ছয় মাস নতুন সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত ছিল। এখন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে, গত এক মাসে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে সরকারি প্রতিষ্ঠানগুলো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৪০ হাজার নতুন শিক্ষক নেওয়ার পরিকল্পনা আছে তাঁদের। এটির বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হতে পারে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে ৩৭টি পদে ৩৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১২টি পদে মোট ১ হাজার ১৯৪ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে আবেদন শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত ১১ ধরনের পদে ২৭৩ জন এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১৩ পদে ১ হাজার ১০৪ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদে ৬১ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রূপালী ব্যাংকে ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এই পদে ১৮ জন কর্মকর্তা নিয়োগ করা হবে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৪০ হাজার নতুন শিক্ষক নেওয়ার পরিকল্পনা আছে তাঁদের। এটির বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হতে পারে। বিজ্ঞাপন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তিতে আট পদে বুয়েটের রেজিস্ট্রার অফিস, মেডিকেল সেন্টার ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে কর্মকর্তা নিয়োগ হবে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৬৩ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে ১৭ জন শিক্ষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ৬টি পদে ৯৮ জন এবং ক্রীড়া পরিদপ্তর ৯টি পদে ২০ জনকে নিয়োগ দেবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নিচ্ছে অফিসার ক্যাডেট ব্যাচে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিনার। আর বিমানসেনা নেবে বিমানবাহিনী। জাতীয় নদী রক্ষা কমিশন চাকরির সুযোগ দিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা নিয়োগ দেবে ৬ পদে ১০ জন। জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওয়্যারলেস অপারেটর পদে ৪৩ জনকে নিয়োগ দেবে তারা।

About Mamun

Check Also

नसबंदीच्या बाबतीत हिटलरसुद्धा संजय गांधींचे पाय धुवून पाणी पिला असता

जर्मनीचा हुकूमशहा आणि नाझी पक्षाचा नेता असणाऱ्या एडॉल्फ हिटलरचे नाव जागतिक इतिहासातील क्रूरकर्मा म्हणून घेतले …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *